আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চড়া দামে বিকোচ্ছে গুটখা - পশ্চিমবঙ্গে গুটখা বন্ধ
দোকানে দোকানে অব্যাহত গুটখা বিক্রি । নির্দেশিকার তোয়াক্কা নেই কোনও ৷ বরং নির্দেশিকার নামে কার্যত বেশি দামে বিক্রির চেষ্টা শুরু হয়েছে । গুটখার দাম চড়ার কথা স্বীকার করে নিয়েছেন শিলিগুড়ির ব্যবসায়ীরা ৷ বেআইনি বিক্রি বন্ধ করতে স্বাস্থ্য দপ্তর বা পুলিশের কোনও নজরদারি কার্যত নেই । জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য আধিকারিক প্রলয় আচার্য বলেন, "রাতারাতি এটা বন্ধ করা যাবে না । আমাদের টাস্ক ফোর্স আছে । তারা এ বিষয়ে নিয়ম মেনে যা করার তা করবে ।" দোকান মালিকরা জানিয়েছেন, দাম বাড়লেও বিক্রি কমেনি গুটখার ৷ বেশি দামেই এখনও কিনছেন বহু মানুষ ৷
Last Updated : Nov 8, 2019, 11:34 AM IST