ঘরে ফেরার দাবিতে শ্রমিক জমায়েত সুরাতে, ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস - লকডাউন
লকডাউনের জেরে কর্মহীন বহু শ্রমিক ৷ পাশাপাশি তাঁরা মরিয়া ঘরে ফিরতে ৷ সুরাতের পালানপুরের পাটিয়াতে ঘরে ফেরার দাবিতে বিক্ষোভ শুরু করেন অজস্র শ্রমিক ৷ জমায়েত ছত্রভঙ্গ করতে নামতে হয় সুরাত পুলিশকে ৷ তখনই পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে বিক্ষোভকারীরা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ ৷ দেখুন সেই ভিডিয়ো...