অনলাইন ক্লাসের বিরোধিতায় স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের - online
COVID-19, অনলাইন ক্লাস, স্কুলের ডেভলপমেন্ট ও অন্যান্য কারণে অনৈতিকভাবে টাকা নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ ৷ এর বিরোধিতা করে রানাঘাটের এক বেসরকারি স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন অভিভাবকরা ৷ তাঁদের অভিযোগ, প্রতিদিন প্রায় 30 টির কাছাকাছি SMS দেখে শিশুদের পড়ানো সম্ভব নয় ৷ স্কুল কর্তৃপক্ষ অবিলম্বে অনলাইন ক্লাস বন্ধ করুক ৷