পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

লকডাউনের মাঝে সম্প্রীতির নজির মুর্শিদাবাদে - লকডাউন

By

Published : May 21, 2020, 11:15 PM IST

একদিকে কোরোনার চোখরাঙানি, অন্যদিকে আমফানের দাপট ৷ তবে কোনও দুর্যোগই সম্প্রীতির বাঁধন ভাঙতে পারল না ৷ বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার ছ'নম্বর ওয়ার্ডের হাট পাড়ার বাসিন্দা গমকল জিৎ কৌর-এর । ওই শিখ পরিবারটি 50 বছরেরও বেশি সময় ধরে সেখানে বাস করছেন ৷ তাঁর সৎকারে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এলাকার কয়েকজন মুসলিম যুবক ৷

ABOUT THE AUTHOR

...view details