ধুপগুড়িতে জাতীয় সড়কের পাশে হাতির দল, ঘটনাস্থানে বনবিভাগের কর্মীরা - জলপাইগুড়ি
জাতীয় সড়কের পাশে চা বাগানে শাবক সহ হাতির দল ৷ ঘটনাস্থান ধূপগুড়ি ব্লকের গেন্দ্রাপাড়া চা বাগান ৷ সকালে চা বাগানের 25 নং সেকশনে গোয়াতিমালার জঙ্গলে আটকে যায় শাবক সহ প্রায় 20 টি হাতি ৷ সকাল সকাল হাতি দেখতে জাতীয় সড়কের উপর ভিড় জমায় বহু মানুষ ৷ দুর্ঘটনা এড়ানোর জন্য সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয় জাতীয় সড়কের উপর ৷ পরিস্থিতি মোকাবিলায় আসে বনবিভাগের কর্মীরা ৷ হাতির দলটিকে তাড়িয়ে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা । কিন্তু হাতির দলটি সেখানেই দাঁড়িয়ে থাকে ৷ সন্ধ্যা নাগাদ হাতিগুলিকে আবার জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে বলে বন বিভাগের তরফে জানানো হয়েছে ।