রাজ্যপালের সঙ্গে মতবিরোধ? পুজো কমিটি থেকে কেন সরলেন বারাসতের পৌরপ্রধান - quits from the puja committee
বারাসত তরুছায়া ক্লাবের 50 তম বর্ষের পুজোর উদ্বোধনে আসছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এই পুজোরই প্রধান পৃষ্ঠপোষক বারাসতের পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায় ৷ রাজ্যপাল আসার খবর নিশ্চিত হতেই প্রধান পৃষ্ঠপোষকের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি৷ এপ্রসঙ্গে সুনীল মুখোপাধ্যায় বলেন, "আমি ওই পুজোর প্রধান পৃষ্ঠপোষক ৷ কী হচ্ছে, না হচ্ছে আমি কোনও খবর পাব না ! এটা তো হতে পারে না ৷ তাই পদত্যাগ করছি৷" রাজ্যপালের উদ্বোধন প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সুনীলবাবু বলেন, "রাজ্যপালের কার্যকলাপ আমার ভালো লাগেনি ৷ দলীয় স্বার্থে কাজ করছেন৷ উনি নিরপেক্ষ নন৷ তাই, ওঁর সঙ্গে পুজো উদ্ধোধনের অনুষ্ঠানে থাকা আমার পক্ষে সম্ভব নয় ৷"