রাজভবনে BJP-র সমাজ বিরোধীদের নিয়ে বসে থাকেন রাজ্যপাল : জ্যোতিপ্রিয় - রাজ্যপাল রাজভবনে BJP-র সমাজ বিরোধীদের নিয়ে বসে থাকেন
রাজ্যপাল BJP-র সমাজ বিরোধীদের নিয়ে রাজভবনে বসে থাকেন। তিনি BJP-র মুখপাত্র হয়ে কাজ করছেন । রাজ্যপাল জগদীপ ধনকড় সম্পর্কে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজ দুপুরে মধ্যমগ্রামে জেলা তৃণমূল কার্যালয়ে হাথরসের ঘটনা নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যপালকে নিয়ে তিনি বলেন, "উনি রাজ্যপাল নন। নৈরাজ্য পাল। কেন আপনারা ওকে(জগদীপ ধনকড়) রাজ্যপাল বলছেন। আমাদের বাংলায় কি রাজ্যপাল নেই? আছে, সে হল নৈরাজ্য পাল।" এরপরই রাজ্যপালের বিষয়ে বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন জেলা তৃণমূলের সভাপতি ও খাদ্যমন্ত্রী। তাঁর মতে,"আমাদের বাংলায় যে নৈরাজ্য পাল আছে, সে বসে রাজভবনে। BJP-র সমাজবিরোধীদের নিয়ে সে ওখানে বসে থাকে। তার কাজ শুধু BJP-র হয়ে কথা বলা। "