Governor Meets the Martyr satpal rai family :দার্জিলিংয়ে মৃত জওয়ান সৎপাল রাইয়ের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল - Governor Meets the Martyr satpal rai family
তামিলনাড়ুতে চপার দুর্ঘটনায় নিহত সেনা জওয়ান সৎপাল রাইয়ের পরিবারের হাতে নিজের তহবিল থেকে আর্থিক সাহায্য তুলে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar meets the family of Martyr Satpal Rai)। সোমবার দার্জিলিংয়ের রাজভবনে মৃত সৎপাল রাইয়ের স্ত্রীর হাতে এই সাহায্যের চেক তুলে দেন তিনি । পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের খোঁজখবরও নেন তিনি । সম্প্রতি 8 ডিসেম্বর তামিলনাড়ুর কাছে চপার দুর্ঘটনায় নিহত হন দেশের চিফ অফ আর্মি স্টাফ বিপিন রাওয়াত-সহ আরও 13 জন সেনাকর্মী । নিহতদের তালিকায় ছিলেন বিপিন রাওয়াতের নিরাপত্তারক্ষী তথা দার্জিলিংয়ের বাসিন্দা সৎপাল রাইও । সোমবার সকালে দার্জিলিংয়ের রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন মৃত জওয়ানের পরিবার । সাহায্য হিসেবে নিজের তহবিল থেকে সাড়ে 5 লক্ষ টাকার চেক তাঁদের হাতে তুলে দেন রাজ্যপাল ।