অরূপ রায়কে দেখতে হাসপাতালে রাজ্যপাল - অরূপ রায়
মন্ত্রী অরূপ রায়কে দেখতে হাসপাতালে এলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । প্রায় আধ ঘণ্টা মতো তিনি হাসপাতাল ছিলেন ৷ এরপর হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় মন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সন্তোষ প্রকাশ করে সকলকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল । উল্লেখ্য, গতকাল থেকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে মন্ত্রী অরূপ রায়ের চিকিৎসা চলছে । বুকে যন্ত্রণা নিয়ে তিনি হাসপাতালে ভরতি হন ৷ মন্ত্রীর হার্টে আর্টারিতে ব্লক ধরা পড়ে । ওই আর্টারিতে স্টেন্ট বসানো হয়েছে । বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।