কিষান সম্মান নিধি নিয়ে ফের সওয়াল রাজ্যপালের - রাজ্যে মাফিয়া রাজ চলছে বলে আজ ফের একবার ইঙ্গিত করেন রাজ্যপাল জগদীপ ধনক
ফের একবার কিষান সম্মান নিধি নিয়ে সরব হলেন রাজ্যপাল ৷ রাজ্যে মাফিয়া রাজ চলছে বলে আজ ফের একবার ইঙ্গিত করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ রাজভবনে ইস্টার্ন কমান্ডের একটি অনুষ্ঠানে যোগদান করে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল। তিনি বলেন, "সাধারণ মানুষের ও রাজ্যের সার্বিক উন্নতির জন্য কেন্দ্র যে একের পর এক প্রকল্প শুরু করেছে তার সিংহভাগ টাকাই এসে পৌঁছছে না এরাজ্যে কৃষকদের কাছে।" এই বিষয় উদাহরণস্বরূপ তিনি বলেন, "প্রধানমন্ত্রী কৃষি প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যঙ্ক একাউন্টে এসে পৌঁছায়। তবে এই রাজ্য প্রায় 70 লাখ কৃষকরা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।"
TAGGED:
রাজ্যপাল জগদীপ ধনকড়