পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Jagdeep Dhankhar on Howrah Municipal Corporation Bill : প্রয়োজনে হাওড়া কর্পোরেশন বিল রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারি, হুঁশিয়ারি রাজ্যপালের - হাওড়া পৌরনিগম বিষয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়

By

Published : Dec 11, 2021, 2:43 PM IST

রাজ্য বিধানসভায় হাওড়া পৌরনিগম বিভাজন নিয়ে বিল পাশ হয়েছে ৷ যদিও বিলে এখনও রাজ্যপাল সই করেননি ৷ বিষয়টি এখন তাঁর বিচারাধীন বলে জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তিনি 24 নভেম্বর রাজ্য সরকারের কাছে এই বিল বিষয়ে জানতে চাইলেও কোনও উত্তর মেলেনি বলে অভিযোগ ধনকড়ের ৷ এবার তাঁকে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে ৷ এই বিল বিষয়ে সিদ্ধান্ত একমাত্র রাজ্যপালই নিতে পারেন এবং তার জন্য তিনটে উপায় আছে ৷ এক, তিনি বিলটিতে সম্মতি জানাতে পারেন ৷ দ্বিতীয়ত, ফের বিলটি বিবেচনার জন্য বিধানসভায় পাঠাতে পারেন ৷ তৃতীয়ত, বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন বলে জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar criticises West Bengal Government over Howrah Mnicipal Corporation Bill) ৷

ABOUT THE AUTHOR

...view details