শহিদ সুবোধ ঘোষের পরিবারকে 11 লাখ টাকা সাহায্য রাজ্যপালের - jagdeep dhankad
বারামুলায় জঙ্গিদের গুলিতে শহিদের পরিবারকে আর্থিক সাহায্যে করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ গত বছরের নভেম্বরে শহিদ হন নদিয়ার তেহট্টের বাসিন্দা সুবোধ ঘোষ ৷ এবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সুবোধ ঘোষের স্ত্রীর হাতে 11 লাখ টাকা তুলে দেন তিনি । বলেন, "যাঁরা সেনায় কাজ করেন তাঁরা সবকিছু ভুলে দেশের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে দ্বিধাবোধ করেন না ৷ আমি সেই পরিবার এবং সেনা জওয়ানদের সেলাম জানাই ।"