পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"আমাকে খুন করার চেষ্টা করছে গভর্নর", বলাগড়ে বিস্ফোরক কল্যাণ - বলাগড়ে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়

By

Published : Nov 1, 2020, 9:05 PM IST

কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কী করে আক্রান্ত করা যায়, খুন করা যায়, তার চক্রান্ত করছেন বাংলার গভর্নর । বলাগড়ের শেরপুরে তৃণমূলের প্রতিবাদ সভায় এমনই বিস্ফোরক মন্তব্য করলেন শ্রীরামপুরের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি রাজ্যপাল জগদীপ ধনকড়কে উদ্দেশে একের পর এক তোপ দাগেন । বলেন, "BJP-র গুন্ডাবাহিনীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন । গভর্নরের পিছনে এখন অমিত শাহ আছেন । গভর্নরের এখন পরিকল্পনা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কী করে আক্রান্ত করা যায়, কী করে খুন করা যায় । পশ্চিম বাংলার গভর্নর এখন এই জায়গায় চলে গেছেন । বলছেন, আমি ঘুরে বেড়াব, দারোয়ানগিরি করব, IC-র কাজ করব ৷ তাহলে গভর্নরের পোস্ট ছেড়ে দিন ৷ আমি মমতাদিকে বলব, দিদি বয়স হয়ে গেছে ওঁর ৷ একটু রিল্যাক্সের ব্যবস্থা করে দিন । ওকে IC বলাগড় করে দিন ।"

ABOUT THE AUTHOR

...view details