Girl Child: কন্যাসন্তানের জন্মের খুশিতে ভূরিভোজ বহরমপুরে - বহরমপুর
নিজের দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের খুশিতে বাড়িতে ঘটা করে লক্ষ্মীপুজো ও শতাধিক মানুষকে ভূরিভোজ করিয়ে অভিনব বার্তা দিলেন বহরমপুর কাশিমবাজার ভাটপাড়ার বাসিন্দা সুহর্ষ প্রামাণিক। পেশায় আদালতকর্মী সুহর্ষ প্রামাণিকের স্ত্রী গত 22 অক্টোবর দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সেই খুশিতে আজ ভাটপাড়া মিলনী সংঘের মাঠে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। মেনুতে আছে ভাত, ডাল, সবজি, মাংস পাপড় ও শেষ পাতে মিষ্টি। সুহর্ষ প্রামাণিক বলেন, "নারী-পুরুষ একে অপরের পরিপূরক। কন্যাসন্তান হলেও তার সঠিক লালন পালন করা হোক, নারীকে সম্মান জানানো হোক।" সুহর্ষ প্রামাণিকের এই উদ্যোগে তাঁর পাশে দাঁড়িয়ে সাধুবাদ জানিয়েছেন, স্বেচ্ছাসেবী সংগঠন 'নারী শক্তি মালক্ষ্মী।' সংগঠনের অন্যতম সদস্য মৌসুমি দে বলেন, "মেয়েরা আজও সমাজে বিভিন্নভাবে বঞ্চিত। আমরা নারীদের জন্য তিনটি বিষয়কে সামনে রেখে সমাজ সচেতনতার বার্তা দিয়ে আসছি।"
Last Updated : Oct 31, 2021, 3:49 PM IST