কান্দিতে দিলীপ ঘোষকে "গো ব্যাক" স্লোগান তৃণমূলের
কান্দিতে দিলীপ ঘোষের পদযাত্রার আগে "গো ব্যাক" স্লোগান তৃণমূলের । আজ কান্দি টাউন BJP-র তরফে একটি মিছিলের আয়োজন করা হয় । সেখানে যোগ দেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । মিছিল চলাকালীন তৃণমূলের কয়েকজন কর্মী দিলীপ ঘোষকে দেখে "গো ব্যাক" স্লোগান দেন ।