Tala Barowari Puja : টালা বারোয়ারি পুজোর থিম মায়ের আঁচল - দুর্গা পুজো
টালা বারোয়ারির দুর্গাপুজোর এ বারের থিম "মায়ের আঁচল"। উত্তর কলকাতার নামী পুজোগুলির মধ্যে টালা বারোয়ারি অন্যতম । 100তম বর্ষে গোটা পুজো মণ্ডপে সেজে উঠেছে মায়ের আঁচলের দৃশ্য । এই পুজো মণ্ডপে পা রাখলে ছোটবেলার মায়ের স্মৃতি মনে পড়বে ।