বহরমপুরে গ্যাসের ট্যাঙ্কার লিক, আতঙ্কে স্থানীয়রা - গ্যাসের ট্যাঙ্কার লিক করে তীব্র আতঙ্ক ছড়াল বহরমপুরের
বহরমপুরের 34 নম্বর জাতীয় সড়কের উপর গির্জার মোড় এলাকায় গ্যাসের ট্যাঙ্কার লিক ৷ আতঙ্ক ছড়াল এলাকায় ৷ বিপদের আশঙ্কায় স্থানীয় মানুষজনকে সরিয়ে দেওয়া হয়েছে ৷