পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ট্যাঙ্কার ফেটে গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, বর্ধমানে গ্যাস আতঙ্ক - gas leakage create panic in burdwan

By

Published : Aug 6, 2021, 12:18 PM IST

জাতীয় সড়কের উপর দাঁড় করানো ট্যাঙ্কারের পিছন থেকে গলগল করে বেরোচ্ছে ধোঁয়া ৷ দুপাশের লেন ধোঁয়ায় ভরে গিয়েছে ৷ আশপাশের কিচ্ছু চোখে পড়ছে না ৷ বর্ধমান দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তেলিপুকুর ওভার ব্রিজে সকাল সকাল এমন দৃশ্য দেখে কেঁপে উঠেছিলেন এলাকার মানুষজন ৷ গ্যাস লিক আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ ও দমকল বিভাগ ৷ জানা গিয়েছে, কার্বন ডাই অক্সাইড ভর্তি ট্যাঙ্কারটি লখনৌ থেকে কলকাতা যাচ্ছিল ৷ পথে ট্যাঙ্কারটির ভালভ ফেটে যায় ৷ এতেই বিপত্তি ৷

ABOUT THE AUTHOR

...view details