ভাঙনের জেরে সংকটে গঙ্গাসাগর - Kapil Muni Ashram
বিশ্ব উষ্ণায়ন ও দুর্বল বাঁধের জন্য গঙ্গাসাগরে সংকটে কপিল মুনির আশ্রম । গঙ্গাসাগর হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান । প্রতিবছর মকর সংক্রান্তিতে কয়েকলাখ পূন্যার্থীর ভিড় হয় এখানে । কিন্তু, গঙ্গাসাগরে ভাঙনের জেরে প্রতিবছর গড়ে ১০ মিটার এলাকা সমুদ্র ও নদীগর্ভে তলিয়ে যাচ্ছে । শুনে নেব এবিষয়ে কী বলছেন জনপ্রতিনিধি, পুরোহিত ও প্রশাসনের আধিকারিক ।