গঙ্গার দূষণ নিয়ন্ত্রণে অভিযান, পদব্রজে প্রয়াগরাজ থেকে গঙ্গাসাগর
গঙ্গাসাগরে পৌঁছাল গঙ্গা পরিদর্শনকারী একটি বিশেষ দল ৷ দলটির অধিকাংশই অবসরপ্রাপ্ত সেনাকর্মী । গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ নিয়ে অভিযান চালাবেন তাঁরা ৷ পরে সেই রিপোর্ট কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেবেন তাঁরা ৷ গঙ্গায় কোথায় দূষণ কম বা বেশি শুধু সেটুকুই দেখাই নয়, সেই সঙ্গে এলাকা ভেদে গঙ্গাদূষণের ছবির জিও ট্যাগিংও করছেন তাঁরা । কোথায়, কীভাবে গঙ্গার জলে মিশছে বর্জ্য বা দূষিত জল— ‘জিও ট্যাগিং’য়ের মাধ্যমে দিল্লিতে বসে উপগ্রহ চিত্রের মাধ্যমে তা সহজেই চিহ্নিত করা যাবে । বিচ্ছিন্ন ভাবে এমন কাজ আগে হলেও গঙ্গার পুরো যাত্রাপথ জুড়ে এই কাজ প্রথম বলেই দাবি দলটির।
Last Updated : Feb 5, 2021, 11:28 PM IST