পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Mask Instead Gamcha : মাস্কের পরিবর্তে গামছা, ধরা পড়তেই সাফাই 'মুখ ঢেকেছি তো' - মধ্যমগ্রামের খবর

By

Published : Jan 22, 2022, 12:25 PM IST

সংক্রমণ রুখতে রাজ্যজুড়ে চলছে পুলিশি অভিযান ৷ মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই কখনও জুটছে পুলিশি ধমক তো কখনও যেতে হচ্ছে থানায় ৷ অন্যান্য জায়গার মতো শুক্রবার এমনই দৃশ্য দেখা গেল উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে (Madhyamgram News । মাস্কের বদলে মুখে গামছা জড়ানোয় মধ্যমগ্রাম-সোদপুর রোড থেকে এদিন পুলিশ বেশ কয়েকজনকে আটক করে (Mask Instead Gamcha) । আটক করা হয়েছে মাস্কহীন আরও 16 জনকে । পরে অবশ্য আটক প্রত্যেককেই মুচলেকা লিখিয়ে মুখে মাস্ক পড়িয়ে ছেড়ে দেওয়া হয় ।

ABOUT THE AUTHOR

...view details