"ফুচকা"য় জনসংযোগ বিজেপির - durgapur
চা এর পর ফুচকা ৷ চায়ে পে চর্চার পর এবার বিজেপির জনসংযোগের নয়া হাতিয়ার ফুচকা উৎসব ৷ টার্গেট অডিয়েন্স মহিলারা ৷ দুর্গাপুরের বীরভানপুরের বিসর্জন ঘাটে আয়োজিত এই ফুচকা উৎসবের উদ্বোধন করেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল ৷ মেলার আয়োজক 3 নম্বর বিজেপি মণ্ডল কমিটি ৷ অগ্নিমিত্রা পাল বলেন,"ফুচকার প্রাণ মহিলা আর মহিলাদের প্রাণ ফুচকা ৷"