চারদিনে পড়ল ভাটপাড়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের আন্দোলন, মিলছে না সমাধান - Bhatpara Municipality
বকেয়া বেতনের দাবিতে ভাটপাড়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের আন্দোলনের আজ চতুর্থ দিন । চারদিন পরেও ভাটপাড়া পৌর পরিষেবা অচল । মিলছে না কোনও সমাধান । বিগত প্রায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে 25 জানুয়ারি থেকে এই আন্দোলন চলছে । এরপর 27 জানুয়ারি ভাটপাড়া পৌরসভার মুখ্য পৌর প্রশাসক অরুণ বন্দ্যোপাধ্যায় বকেয়া কিছু টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন । কিন্তু, শুধুমাত্র ট্র্যাক্টর চালকদের বকেয়া বেতন দেওয়া হলেও সাফাই কর্মীদের কিছুই দেওয়া হয়নি । যতক্ষণ না বকেয়া বেতন মিটবে, ততক্ষণ পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা । প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাফাই কর্মীরা । যদিও ভাটপাড়া পৌরসভার মুখ্য পৌর প্রশাসক অরুণ বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন । অন্যদিকে, ভাটপাড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বর্তমান ভাটপাড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন ।