পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

দল এতটাই ভঙ্গুর ও সামঞ্জস্যহীন যে বলার নয়, বেসুরো হাওড়ার প্রাক্তন মেয়র - লক্ষ্মী রতন শুক্লা

By

Published : Jan 6, 2021, 9:16 AM IST

লক্ষ্মীরতন শুক্লা গতকাল মন্ত্রিত্ব ছেড়েছেন । এরই মাঝে এবার বেসুরো হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী । গতকাল দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন । বলেন,"দল এখন এতটাই ভঙ্গুর ও সামঞ্জস্যহীন যে বলার মতো নয় । ফলে নিজেদের ঠিক মানিয়ে নিতে না পেরে দল থেকে তাঁরা নিজেরাই সরে যাচ্ছেন ৷ এর জন্য দলের রাজ্য ও জেলা নেতৃত্ব দায়ী ।" তিনি আরও বলেন,"দীর্ঘ দু'বছর ধরে পৌরবোর্ড গঠন হয়নি । মানুষ পরিষেবা পাচ্ছে না । দলের উচিত সাধারণ মানুষের দিকে নজর দেওয়া ।" লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "এটা লক্ষ্মীর ব্যক্তিগত ব্যাপার । তবে যুব সমাজের জন্য এটা একটা বিরাট ক্ষতির । " পাশাপাশি অরূপ রায়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details