চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কেএলও-র প্রাক্তন সদস্য ও লিঙ্কম্যানরা - হোমগার্ড পদে নিয়োগের দাবি
হোমগার্ড পদে নিয়োগের দাবিতে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পাঠালেন কেএলও-র প্রাক্তন সদস্য ও লিঙ্কম্যানরা । তাদের অভিযোগ, ইতিমধ্যে রাজ্য সরকার 274 জন নিয়োগ করলেও 78 জন নিয়োগপত্র পায়নি। একই ধারায় মামলা রয়েছে এমন কয়েকজনের চাকরি হলেও অনেকেরই হয়নি। পাশাপাশি অনেকের 60 বছর পেরিয়ে গিয়েছে তাই সেই সব পরিবারের একজনের চাকরি দেওয়ার দাবি তুলেছেন তারা ।