SMC Election 2022 : থানায় বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক - smc election news
গ্রেফতার হলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক বিকাশ সরকার (bikash sarkar arrests from siliguri) । বুধবার দুপুরে তাঁকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ । শিলিগুড়ি পৌর নির্বাচনে (SMC Election 2022) শাসকদলের থেকে টিকিট না মেলায় 24 নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিকাশ সরকার । বিষয়টি জানা মাত্রই তাঁকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল । এরপরেও বিক্ষুব্ধ ওই নেতা নিজের মতো করে 24 নম্বর ওয়ার্ডে প্রচার চালিয়ে যাচ্ছিলেন । কিন্তু মঙ্গলবার রাতে কেউ বা কারা তাঁর একাধিক নির্বাচনী প্রচারের ফ্লেক্স এবং ব্যানার ছিঁড়ে দেয় বলে বুধবার সকালে শিলিগুড়ি থানায় অভিযোগ জানাতে যান তিনি । কিন্তু পুলিশ সেই অভিযোগ নিতে অস্বীকার করলে তিনি থানাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন । এরপরেই তাঁকে থানা থেকে গ্রেফতার করা হয় বলে জানান বিকাশ সরকার ।