বনমন্ত্রী বনে কখনও থাকেননি, থেকেছেন ফেসবুকে; রাজীবকে কটাক্ষ সৌগতর - forest minister never stay in forest
বনমন্ত্রী কখনও বনে থাকেননি। ছিলেন ফেসবুকে। বনগাঁয় দলীয় কর্মসূচিতে এসে রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বলেন, "রাজীব বনমন্ত্রী হয়ে বনে বনে না থেকে ছিলেন ফেসবুকে। দীর্ঘদিন ধরে রাজ্য মন্ত্রিসভায় গরহাজির থেকেছেন।"