জেলার পুলিশ কলকাতায় কাকে দেওয়ার জন্য টাকা তোলে ? : মমতা - প্রশাসনিক বৈঠকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়
পুলিশের টাকা নেওয়া নিয়ে পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ৷ বলেন, "ট্র্যাফিকটা একটু বলে দাও ভাই । ট্র্যাফিক বহুত টাকা নিচ্ছে লোকজনের কাছে ৷ আমি শুনেছি থানার OC-রা টাকা তোলার দায়িত্ব দেয় সিভিক ভলান্টিয়ারদের । একটা লোক 400 টাকা নিয়ে রাস্তায় বের হলে আড়াইশো টাকা চলে যাচ্ছে ট্র্যাফিককে দিতে । সেফ ড্রাইভ সেভ লাইফ মানে শুধু বিল কাটা নয় । যারা আইন ভাঙবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন ।" তিনি আরও বলেন, "কেউ আবার বলছে কলকাতায় টাকা দিতে হবে । সেই জন্য এত বিল কাটা হচ্ছে । আমার প্রশ্ন কলকাতায় কাকে টাকা দিতে হয়? কলকাতা পুলিশের কোন নেতা আপনাদের কাছে টাকা চায়? নিশ্চয়ই চায় না ।" এরপরই রাজ্য পুলিশের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে প্রশ্ন করেন, "তোমরা চাও না কি সুরজিৎ?" পাশাপাশি কাটোয়া থানার OC কে থানার হালহকিকৎ জিজ্ঞেস করেন ৷ দেখুন ভিডিয়ো...
TAGGED:
burdwan cm on traffic