পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আলডির বেআইনি খনিতে উদ্ধারকার্যে NDRF-এর বিশেষ দল - Kulti coal mine issue

By

Published : Oct 17, 2019, 12:48 PM IST

কুলটিতে বেআইনি খাদানে আটকে পড়া তিনজনের মৃতদেহ উদ্ধার করতে দিল্লি থেকে এল NDRF (ন্যাশনাল ডিজ়াস্টার রেসপন্স ফোর্স)-এর বিশেষ দল । আজ সকালে কুলটিতে এসে পৌঁছায় ওই বিশেষ দলটি । আলডি এবং আকনবাগানের মাঝে যেখানে খাদানটি ছিল সেখানে ইতিমধ্যেই ক্যাম্প তৈরি করা হয়েছে ৷ শুরু হয়েছে উদ্ধারকাজ ৷ আশা করা হচ্ছে আজ বিকেলের মধ্যেই উদ্ধার করা হতে পারে বেআইনি খাদানে আটকে পড়া তিন যুবকের মৃতদেহ ৷ উল্লেখ্য শনিবার বিকেলে ওই বেআইনি খাদানে আটকে পড়ে স্থানীয় তিন যুবক ৷ দেখুন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details