পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ভরতপুর পটশিল্পের উন্নয়নে জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ শিবির - f Pat picture workshop by Bankura district police

By

Published : Feb 25, 2020, 12:01 AM IST

ভরতপুরের পটশিল্পকে জনসমক্ষে আনার জন্য বিশেষ চেষ্টা বাঁকুড়া জেলা পুলিশের ৷ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে বাঁকুড়া জেলা পুলিশ শুশুনিয়ার পটশিল্পীদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে ৷ প্রশিক্ষণ দিতে বাংলাদেশ থেকেও এসেছিল একটি প্রতিনিধিদল । দু'দেশের পটশিল্পের মধ্যে সমন্বয় সাধন করে যাতে বাঁকুড়ার পটশিল্পের মানকে আরও উন্নত, আরও আন্তর্জাতিক মানের করা যায় তার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছিল । বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল সামন্ত বলেন, "বাংলাদেশ, কলকাতা ও বাঁকুড়ার স্থানীয় শিল্পীরা আছেন ৷ এই কর্মশালার আয়োজন করা হয়েছে যাতে চিন্তা ভাবনার আদান প্রদান হয় ৷ পটের কদর যাতে আরও বাড়ে ৷ এবং আর্থিকভাবে শিল্পীরা যাতে উপকৃত হন ৷ "

ABOUT THE AUTHOR

...view details