কোরোনা মোকাবিলায় নার্সিংহোমের সহযোগিতা চাইল প্রশাসন
কোরোনা সংক্রমণ রুখতে বীরভূম জেলার নার্সিংহোমে এবার আইসোলেশন ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন । এদিন, সিউড়িতে বেসরকারি নার্সিংহোম মালিকদের সঙ্গে বৈঠক করেন বনবিভাগের প্রধান সচিব তথা বীরভূম জেলা নোডাল অফিসার (কোরোনা মোকাবিলা) হৃদয়েশ মোহন ৷ এছাড়া ছিলেন জেলাশাসক মৌমিতা গদারা বসু ৷ জেলাশাসক বলেন, বীরভূম জেলায় এখনও পর্যন্ত 860 জন হোম কোয়ারান্টাইনে আছেন,13 জন কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন । কোরোনা ভাইরাসের সংক্রমণ যাতে না ছড়ায় বা ছড়ালে পরিস্থিতি মোকাবিলা করার মতো পরিকাঠামো যাতে থাকে সেই জন্য বৈঠক হয় আজ ৷