পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

সামাজিক দূরত্ববিধি মেনে বালুরঘাটে করম পুজো - কোরোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে করম পুজোর আয়োজন

By

Published : Aug 30, 2020, 1:33 PM IST

সরকারি নির্দেশিকা মেনে ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে করম পুজোয় অংশ নিলেন আদিবাসীরা ৷ প্রতি বছরের মতো এবছরও বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের বদলপুরে করম পুজোর আয়োজন করা হয় ৷ পুজো উদ্যোক্তা কমিটির সম্পাদক সুনীল বাঘোয়ার জানান, অন্য বছর বড় করে পুজোর আয়োজন করা হয় ৷ কোরোনা সংক্রমণের জেরে এবারে পুজোয় সেই আড়ম্বর নেই । সেভাবে কাউকে আমন্ত্রণও জানানো হয়নি ৷ কারণ বেশি লোক হলে সামাজিক দূরত্ব মানা সম্ভব নয় । তাই ছোটো করে পুজোর আয়োজন করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details