পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Bishnupur : কুয়াশার রুপোলি চাদর গায়ে দাঁড়িয়ে মন্দিরনগরী বিষ্ণুপুর - Bankura

By

Published : Nov 16, 2021, 1:24 PM IST

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কমল উষ্ণতার পারদ । মঙ্গলবার বাঁকুড়া জেলার মন্দিরনগরী বিষ্ণুপুরের তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস । এই ধরনের শীতের সকাল বাঙালির মধ্যে একটা আলোড়ন ফেলে দেয় । এদিন ভোর থেকে মন্দিরনগরীর সমগ্র এলাকা কুয়াশার চাদরে মোড়া ছিল ৷ ঠিক যেন রুপোলি চাদরে জড়িয়ে শীতঘুমে এই প্রাচীন স্মৃতি-সৌধগুলি । সকাল থেকে সারা রাস্তা রুপোলি চাদরে মোড়া ছিল ৷ ফলে চরম সমস্যা হয় যানবাহন চলাচলের । এই কুয়াশাচ্ছন্ন আবহাওয়াতেও একদল মানুষকে দেখা গেল শরীরচর্চা করতে । একজন জানান, নিম্নচাপ পরবর্তী এই ধরনের কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি বছরে এই প্রথম ৷ এই কুয়াশা কেটে গেলে শীতের পারদ আরও কমবে বলেই আশা রাখছি।

ABOUT THE AUTHOR

...view details