জল ছাড়ল DVC, বন্যা পরিস্থিতির আশঙ্কা - জল ছাড়ল ডিভিসি
টানা তিনদিন ধরে বৃষ্টি হওয়ার পর জল ছাড়তে শুরু করল DVC । এখনও পর্যন্ত মাইথন ও পাঞ্চেত দুটি ড্যাম থেকে প্রায় 50 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে । এই দুটি জলাধারের ছাড়া জল দুর্গাপুর ব্যারেজে জমা হয় । তারপর সেখান থেকেই জল ছাড়া হয় । যার ফলে বর্ধমান ও হুগলি জেলার বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ।
Last Updated : Sep 29, 2019, 12:23 PM IST