পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

হড়পা বানে ভেসে গেল বাড়িসহ রাস্তা - flood

By

Published : Jun 25, 2019, 1:22 PM IST

হড়পা বানে ভেসে গেল দু'টি বাড়িসহ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা । আজ সকালে জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের ছাটটুন্ডু এলাকায় গাঠিয়া নদীতে হঠাৎই হড়পা বান আসে । ভুটান পাহাড়ে বৃষ্টির কারণে জলের পরিমাণ হঠাৎই বেড়ে যায় ডুয়ার্সের নদীগুলিতে । হড়পা বানে রাস্তা ভেসে যাওয়া যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সংলগ্ন মনমোহন পাড়া এবং ছাটটুন্ডু এলাকার । মনমোহন পাড়া এলাকায় সুখানি নদীর জল বইছে সেতুর উপর দিয়ে । অন্যদিকে কালীখোলা এলাকায় নদীর জল ঢুকে জলমগ্ন প্রায় 60টি বাড়ি । এই বিষয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় প্রতিনিধিদল পাঠানো হয়েছে । ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details