হাওড়ায় ঢুকল প্রথম AC স্পেশাল ট্রেন - COVID 19 Update India
979 জন যাত্রী নিয়ে আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ হাওড়া স্টেশনে এসে পৌঁছাল রাজ্যের প্রথম AC স্পেশাল ট্রেন । প্লাটফর্মে ট্রেনটি ঢোকার পর GRP ও রেল পুলিশের তত্ত্বাবধানে যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বাইরে নিয়ে আসা হয় । সেখানে হাওড়া পুলিশের কর্মীরা একে একে যাত্রীদের তোলেন রাজ্য সরকারের তরফে রাখা চল্লিশটি বাসে । এই বাসেই আগত যাত্রীরা নিজের নিজের জেলায় পৌঁছে যাবেন ।