বাংলার লোক বাইরে যাবে, বাইরের লোক এখানে আসবে এটাই স্বাভাবিক : ফিরহাদ - কাশ্মীর জঙ্গি হামলায় ফিরহাদের প্রতিক্রিয়া
কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় শোক প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ মৃত পাঁচ শ্রমিকের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি ৷ কেন্দ্রকে একহাত নিতেও পিছপা হননি তিনি ৷ তিনি বলেন, "আমাদের পাঁচটা ছেলে মারা গেল কেন ? জবাব দিতে হবে অমিত শাহকে ৷ বাংলা থেকে লোকে কাজে যাবে, বাংলায় লোকে কাজে আসবে ৷ এটা ভারতবর্ষ, যারা বলছেন বাংলা থেকে বাইরে কাজের সন্ধানে যেতে হচ্ছে, তাঁরা ভারত ভাঙার চেষ্টা করছেন ৷"