অমর্ত্য সেনকে নিয়ে দিলীপের মন্তব্যের কড়া সমালোচনা ফিরহাদের - অমর্ত্য সেনকে নিয়ে দিলীপের বক্তব্যের কড়া সমালোচনা ফিরহাদের
অমর্ত্য সেনের শান্তিনিকেতনের জমি নিয়ে বির্তকে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্যের তীব্র নিন্দা করলেন ফিরহাদ হাকিম ৷ দিলীপ বলেন, "জমির বৈধ কাগজপত্র থাকলে দেখান, না হলে লোকে বলবে জমি চোর নোবেল পেয়েছে।" দিলীপ ঘোষের এই মন্তব্যেকে " অত্যন্ত কুৎসিত ও কুরুচিপূর্ণ" বলে নিন্দা করলেন ফিরহাদ ৷ দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্যকে অশিক্ষিতদের মন্তব্য বলেন তিনি । পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "অমর্ত্য সেন বাংলার গর্ব। অমর্ত্য সেন নিজের নোবেল পুরস্কারের টাকা দিয়ে মানুষের শিক্ষার জন্য ফাউন্ডেশন তৈরি করেছেন । তিনি মানুষের জন্য, সমাজের জন্য যা করছেন সেখানে ওইটুকু জমির কোনও মূল্যই নেই। পরিকল্পনা করে বিজেপি এই জমি নিয়ে বিতর্ক তৈরি করছে। এরা বাংলার কৃষ্টি শিল্প কিছুই জানে না। তাই এই ধরনের মন্তব্য করে।"