পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"রাজ্যপালের পদকে কলঙ্কিত করছেন", ধনকড়ের সমালোচনা ফিরহাদের - BJP নবান্ন অভিযান

By

Published : Oct 10, 2020, 8:12 AM IST

BJP-র নবান্ন অভিযানের পরিপ্রেক্ষিতে আবারও রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল নেতা তথা রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি বলেন , "দিলীপ ঘোষের থেকে বেশি BJP নেতা হচ্ছেন রাজ্যপাল । তিনি এই মুহূর্তে আর রাজ্যপাল নেই । তিনি কলঙ্কিত রাজ্যপাল । রাজ্যপালের পদকে কলঙ্কিত করছেন। নষ্ট করছেন । পশ্চিমবঙ্গে এরকম ধামাধরা রাজ্যপাল রাজ্যবাসী কোনওদিন দেখেনি । " অন্যদিকে , BJP-র নবান্ন অভিযান ও মণীশ শুক্লা মৃত্যু-সহ একাধিক বিষয়ে গতকাল তিনি মন্তব্য করেন ।

ABOUT THE AUTHOR

...view details