পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

SMC Election 2022 : "অশোক ভট্টাচার্য কুয়োর ব্যাঙ", শিলিগুড়িতে তৃণমূলকে সুযোগ দেওয়ার আর্জি ফিরহাদের - firhad hakim slams suvendu adhikari

By

Published : Feb 9, 2022, 8:00 AM IST

"বেইমানটা আজকে এখানে এসেছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো পা নষ্ট করতে চেয়েছিল কিন্তু পারেনি ৷ তখন এক পায়ে 200 পার করেছেন দিদি এবার দু'পায়ে 400 পার হয়ে যাবে ৷" মঙ্গলবার শিলিগুড়িতে (Firhad Hakim Slams Suvendu Adhikari) পৌর ভোটের প্রচারে এসে নাম না করে শুভেন্দুকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম (SMC Election 2022) ৷ এছাড়াও শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যকে নিয়ে তিনি বলেন, "উনি আমার চেয়েও নগরোন্নয়ন সম্পর্কে অনেক বেশি জানেন ৷ অনেক পড়াশোনাও করছেন এই বিষয়ে ৷ কিন্তু কাজে লাগান না ৷ আমার সঙ্গে দেখা করে এক কথা বলেন আর পরের দিন সংবাদপত্রে আরেক কথা বলেন ৷ শুধু রাজনীতি করে গিয়েছেন এতদিন ৷ যার ফল ভুগেছে শিলিগুড়ির মানুষ ৷" তাই একবার তৃণমূলের প্রতি বিশ্বাস রেখে ভোট দেওয়ার জন্য আবেদন জানান তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details