মুর্শিদাবাদে চলন্ত বাসে আগুন - আগুন
মুর্শিদাবাদে চলন্ত বাসে আগুন ৷ ঘটনার জেরে পুড়ে যায় বাসটি । আজ সকালে বাসটি রানাঘাট থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল । বাসে মোট 55 জন যাত্রী ছিল ৷ 34 নম্বর জাতীয় সড়কে নবগ্রাম থানার গপিগ্রামের কাছে হঠাৎ-ই ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন চালক ৷ বাস থামিয়ে তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে দেওয়া হয় ৷ এরপরই বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে ৷ প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান । খবর পেয়ে বহরমপুর থেকে দমকলের দু'টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । যদিও তার আগেই বাসটি পুড়ে যায় । আগের থেকে যাত্রীদের সরিয়ে দেওয়ার ফলে হতাহতের খবর পাওয়া যায়নি ৷ শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান ।