পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

শ্রীরামপুরে জুটমিলে আগুন, ভস্মীভূত লক্ষাধিক টাকার পাট - ইন্ডিয়া জুটমিলে আগুন

By

Published : Oct 13, 2020, 12:16 PM IST

শ্রীরামপুরে ইন্ডিয়া জুটমিলে আগুন । আজ ভোর চারটে নাগাদ ইন্ডিয়া জুটমিলের ফাইন ইউনিটে গোডাউনে হঠাৎই আগুন লাগে । ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন । চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে । প্রাথমিক অনুমান , শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে । ঘটনায় বিল্ডিং-এর বেশ কিছুটা জায়গায় ফাটল লক্ষ্য করা গেছে । জুটমিল কর্তৃপক্ষ সূত্রে খবর , কয়েক লাখ টাকার পাট নষ্ট হয়েছে । দীর্ঘদিন ধরে বন্ধ ইন্ডিয়া জুটমিল । কেবলমাত্র ফাইন ইউনিটটা চলছিল । তার উপর আগুনের জেরে আরও সমস্যায় পড়ল জুটমিল । সামনেই পুজো । এমনিতেই , জুটমিলের কয়েক হাজার শ্রমিক বেকার । তার উপর এখানে যা শ্রমিক কাজ করছিলেন, তাঁরাও এখন সমস্যায় পড়লেন ।

ABOUT THE AUTHOR

...view details