পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

দুর্গাপুর সিটি সেন্টারে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আগুন - fire at a bank

By

Published : Jul 2, 2021, 10:22 AM IST

দুর্গাপুরের সিটি সেন্টারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় বৃহস্পতিবার রাতে আগুন লাগে । রাত প্রায় 12 টা 35 মিনিট নাগাদ ওই শাখায় আগুন লাগার ঘটনা ঘটে ৷ ঘটনাস্থলে যায় দমকল বিভাগ ও দুর্গাপুর থানার পুলিশ । ধোঁয়ার কারণে দমকল কর্মীরা প্রথমে ব্যাঙ্কের ভিতরে ঢুকতে পারেননি ৷ পরবর্তী সময়ে স্মোক এক্সজোর্স্টার যন্ত্র লাগিয়ে ধোঁয়া বের করার পর, দমকলের একটি ইঞ্জিন প্রায় 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, সম্ভবত ব্যাঙ্কের সার্ভার রুম থেকেই এই আগুন লাগে ৷ পরে তা ছড়িয়ে পড়ে, এসি-তে আগুন ধরে যায় । তবে ভল্ট ও গুরুত্বপূর্ণ নথি আগুনের গ্রাস থেকে বেঁচে গিয়েছে বলে জানিয়েছে দমকল ৷

ABOUT THE AUTHOR

...view details