হালিশহরে 4 টি বেআইনি কাঠের গুদামে আগুন, পুড়ে ছাই লক্ষাধিক টাকার সম্পত্তি - পুড়ে ছাই 4টি বেআইনি কাঠের গুদাম
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই 4 টি বেআইনি কাঠের গুদাম ৷ ভোররাতে ঘটনাটি ঘটেছে হালিশহরে ৷ স্থানীয়রা খবর দেয় বীজপুর থানায় ও দমকল বাহিনীতে ৷ ঘটনাস্থানে আসে দমকলের 4 টি ইঞ্জিন ৷ ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা ৷ ঠিক কী কারণে আগুন লাগল তা জানা যায়নি ৷ তবে দমকল সূত্রে খবর, আগুন লাগার জেরে ক্ষতি হয়েছে প্রায় লাখ টাকার সম্পত্তি ৷