রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগুন - ডোমজুড়
আগুন লাগে ডোমজুড়ের বলুহাটি বাজারের ইউনিয়ন ব্যাংকের একটি শাখায় । আজ সকালে গ্রামবাসীরা প্রথম দেখে ঘটনাটি । তালা বন্ধ ব্যাংক থেকে ধোঁয়া বের হতে দেখে ডোমজুড় থানার পুলিশকে তারা খবর দেয়। আসে দমকলের দুটি ইঞ্জিন।ব্যাংকের বেশ কিছু কাগজপত্র এবং কম্পিউটার, লাইট , ফ্যান , এসি পুড়ে যায় । যদিও, ম্যানেজার জানিয়েছেন, কাগজপত্র, ভল্ট কোনওকিছুর ক্ষতি হয়নি । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন।