মেদিনীপুরে ভস্মীভূত ছ'টি দোকান - শর্ট সার্কিট
রাতের অন্ধকারে পুড়ল ফুটপাতের কয়েকটি দোকান। মেদিনীপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার ঘটনা। প্রায় পাঁচ-ছ'টি দোকান ভস্মীভূত হয়ে গেছে। খবর পেয়ে রাতে দমকল বাহিনী ঘটনাস্থানে পৌঁছায় এবং আগুন নেভানোর চেষ্টা করে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় দমকল বাহিনী। পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে রয়েছে কাপড়, বাসন ও ফলের দোকান। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই ঘটনা ।