পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কাঁকিনাড়ায় পরিত্যক্ত টায়ার গোডাউনে আগুন - barrackpore kalyani express news

By

Published : Jan 19, 2020, 5:01 PM IST

ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে কাঁকিনাড়ার মাদরাল এলাকায় একটি পরিত্যক্ত টায়ার গোডাউনে আজ দুপুরে আগুন লাগে। দাহ্য বস্তু প্রচুর পরিমাণে মজুত থাকায় আগুন ভয়াবহ রূপ ধারণ করে। দমকলের দুটি ইঞ্জিনের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনের তীব্রতায় কারখানায় মজুত থাকা টায়ার ভস্মীভূত হয়ে যায়। এছাড়াও গোডাউনের টিনের শেড ভেঙে যায়। এই পরিত্যক্ত কারখানায় কীভাবে আগুন লাগতে পারে তা নিয়ে দমকল ও জগদ্দল থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

ABOUT THE AUTHOR

...view details