টিটাগড়ে জুটমিলে আগুন - ভস্মীভূত জুটমিল
গতকাল গভীর রাতে টিটাগড়ের একটি জুটমিলে আগুন লাগে । গোডাউনে এবং চিপিং বিভাগে আগুন ছড়িয়ে পড়ে । হতাহতের কোনও খবর পাওয়া যায়নি । ঘটনাস্থানে দমকলের 3 টি ইঞ্জিন পৌঁছায় । প্রায় 4 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি । দুর্ঘটনার কারণ এখনও অস্পষ্ট । তবে অনুমান, শর্টসার্কিটের জেরে এই দুর্ঘটনা ঘটেছে । দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, কয়েকদিন আগে এই মিলে আগুন লাগার ঘটনা ঘটে, তাতেও সতর্ক হয়নি কর্তৃপক্ষ । নেই যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা । সেই মর্মে আগেই একটি নোটিস পাঠানো হয়েছিল । কর্তৃপক্ষ কোনও সহযোগিতা করছে না ।
Last Updated : Jan 9, 2021, 1:09 PM IST