পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

জয়ঁগাওতে ভয়াবহ আগুন - fire at jaigaon

By

Published : Jan 2, 2021, 7:23 PM IST

ভয়াবহ আগুনের সাক্ষী থাকল জয়গাঁও । জয়ঁগা বিবেকানন্দ পল্লী এলাকায় রাজেশ্বর জয়সওয়ালের বাড়িতে আজ বেলা দশটা নাগাদ আগুন লাগে । তাঁর বাড়ির পাশাপাশি একটি ফাস্টফুডের দোকান ও একটি মুদি দোকানকেও গ্রাস করে আগুন । ঘটনাস্থানে জয়ঁগাও দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন আসে । প্রায় দু'ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । কেউ হতাহত না হলেও বড় অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে । প্রাথমিক ভাবে দমকলের অনুমান রাজেশ্বর জয়সোয়ালের বাড়ি থেকেই আগুন ছড়ায় । কীভাবে অগ্নিকান্ডটি ঘটল তার কারণ জানা যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details