বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে এক লোহার কারখানায় ভয়াবহ আগুন - fire at factory
ভয়াবহ আগুন সালানপুরের রুপনারায়ণপুর থেকে ঝাড়খণ্ডগামী রাস্তার পাশে একটি কারখানায় । আজ বিকেলে ওই লোহার কারখানার ফার্নেসে আগুন লাগে ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় তিনটি ইঞ্জিন । প্রায় দু‘ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । ঘটনায় কেউ হতাহত না হলেও কয়েক লক্ষ টাকার যন্ত্রাংশের ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর ।